ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফুলছড়ি জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
ফুলছড়ি জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসুফ আলীকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইউসুফ আলী উপজেলার পারুল গ্রামের মোবারক আলীর ছেলে ও বগুড়া আযিযুল হক কলেজ শাখার সাবেক শিবির নেতা।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বাংলানিউজকে জানান, ৫ জানুয়ারি নির্বাচনে একাধিক নাশকতা মামলার ওয়ারেন্টভ‍ুক্ত আসামি ইউসুফ আলী।

এছাড়া তিনি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে চার পুলিশকে পিটিয়ে হত্যা মামলার অন্যতম আসামি।

তিনি আরও জানান, থানা হাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ইউসুফ আলীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।