ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
দিনাজপুরে আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা

দিনাজপুর: দিনাজপুরে রংপুর বিভাগের অধীনে জেলা, উপজেলা ও পৌরসভা শাখার আওয়ামী লীগের যৌথ কর্মী সভা সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাসুনিয়াপট্টির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন-সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রায়হান শরীফ, সাধারণ সম্পাদক কাশেম আলী, ২ নম্বর সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ তালুকদার, সাধারণ সম্পাদক উত্তম বসাক, ৪ নম্বর শেখপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার, ৫ নম্বর শশরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, ৬ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, ৭ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, ৮ নম্বর শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামাল সরকার, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাহাক চৌধুরী, ১০ নম্বর কমলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম সরকার, সাধারণ সম্পাদক আহাচান হাবিব সরকার, আওয়ামী লীগ নেতা আজিজার রহমান, আশরাফুল আলম, লেলিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।