ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পাটগ্রামে জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
পাটগ্রামে জামায়াত নেতা গ্রেফতার

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা জামায়াত নেতা আবু হেনা মো. এরশাদ হোসেন সাজুকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)  দুপুরে পাটগ্রাম পৌর শহরের দক্ষিণ কোটতলীর ইসলামী আদর্শ বিদ্যা নিকেতন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরশাদ হোসেন সাজু পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ী এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মৃত সুবুর উদ্দিনের ছেলে।

এছাড়া তিনি লালমনিরহাট ১ আসনের (পাটগ্রাম-হাতিবান্ধা) উপজেলা জামায়াতের সমন্বয়কারী।
 
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মাহফুজ আলম বাংলানিউজকে জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে তার বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করা হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। এছাড়াও পাটগ্রাম থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।