ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রানাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় শহরের রেলওয়ে কলোনি মহল্লার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রানা সিরাজগঞ্জ পৌর শহরের রেলওয়ে কলোনি এলাকার আমির হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ শহরের ১ নং পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপ-পরিদর্শক (টিএসআই) টিপু সুলতান জানান, রেল কলোনি মহল্লার একটি মারামারি ঘটনায় দায়েরকৃত মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।