ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রুকসুতে ছাত্রলীগের কাওসার-রিয়ান-অমিত পরিষদের নিরঙ্কুশ জয়লাভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
রুকসুতে ছাত্রলীগের কাওসার-রিয়ান-অমিত পরিষদের নিরঙ্কুশ জয়লাভ

ফরিদপুর: উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র-ছাত্রী সংসদের (রুকসু) নির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে ছাত্রলীগের কাওসার-রিয়ান-অমিত পরিষদ সব পদে জয়লাভ করেছে।

নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার অধ্যাপক সুলতান মাহমুদ হিরক জানান, সহ সভাপতি (ভিপি) পদে ছাত্রলীগের কাওসার আকন্দ ৭ হাজার ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খায়রুল ইসলাম রোমান পেয়েছেন ৯৬২ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রলীগের তানজিমুল রশিদ চৌধুরী রিয়ান জয়ী হয়েছেন ৬ হাজার ৭৫২ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ইসতিয়াক রশিদ ১ হাজার ২৪৭ ভোট পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে জিতেছেন ছাত্রলীগের অমিত বিশ্বাস অর্ক, তিনি পেয়েছেন ৬ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. হাবিবুর রশিদ রিমু ১ হাজার ৯৭৬ ভোট পেয়েছেন।

১৭টি পদের অন্যগুলোতে ছাত্রলীগের নির্বাচিতরা হচ্ছেন- ক্রীড়া সম্পাদক নূর হোসেন মারূফ, ছাত্র মিলনায়তন সম্পাদক আবির হোসেন প্রান্ত, ছাত্র মিলনায়তন সহ সম্পাদক ফাহিম আহম্মেদ, ছাত্রী মিলনায়তন সম্পাদক শামীমা আক্তার সন্ধি, ছাত্রী মিলনায়তন সহ সম্পাদক দিপিকা সাহা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, বার্ষিকী সম্পাদক আসিফ ইমতিয়াজ সজল, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক বিকাশ দত্ত, কার্যকরী সদস্য রাকিবুল ইসলাম, ইব্রাহিম রাকিব, রাকিবুল হাসান রাসেল, কাজী তামজীদ হাসান, রাসেল মিয়া রাকিব ও শাফিন আহম্মেদ।
 
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ১৭টি পদে ছাত্রলীগ, ছাত্রদল থেকে দু’টি প্যানেলের ৩৪ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

কলেজের শহর ক্যাম্পাসের ২৬টি কক্ষে ১শ’ ৬০টি বুথে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন ১শ’ ১৭ জন। তাদের সাহায্য করেন আরও ৫২ জন।

শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই কলেজ ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ ১৩ বছর পর দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রী সংসদের নির্বাচন অনুষ্ঠিত হলো।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।