ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মালিবাগে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল/ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে করেছে স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর মালিবাগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মৌচাক মার্কেটের সামনে থেকে ঘুরে আবার মালিবাগ মোড়ে এসে শেষ হয় মিছিলটি।

মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর (দ.) স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিক হাওলাদার, নজরুল ইসলাম, মাহাবুবুল আলম, সফিউদ্দিন সেন্টু।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর (দক্ষিণ) স্বেচ্ছাসেবক দলের নেতা সৈয়দ মুঞ্জুরুল হক, সজল হোসেন, নাদিম, অলিউদ্দিন, মোশারফ হোসেন মশুসহ বিএনপির নেতারা।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
জেডএফ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।