ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বেনাপোল পৌর ছাত্রলীগের নেতৃত্বে তনি-নূর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
বেনাপোল পৌর ছাত্রলীগের নেতৃত্বে তনি-নূর বেনাপোল পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা

বেনাপোল (যশোর): বন্দরনগরী বেনাপোলে পৌর ছাত্রলীগের সভাপতি পদে আসাদুজ্জামান তনি ও সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল বাজারের সোনালী ব্যাংক চত্বরে অনুষ্ঠিত পৌর ছাত্রলীগের সম্মেলনে তৃণমূল ছাত্রলীগ নেতা, কর্মীদের সমর্থনে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।

এর আগে সম্মেলনে বেনাপোল পৌর ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।


 
বেনাপোল পৌর ছাত্রলীগের আহ্বায়ক রেজাউদ্দিন আশুর সভাপতিত্বে  সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন।

বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিব উদ দৌলা অলোক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, বেনাপোল পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ মাস্টার, কেন্দ্রীয় ছাত্রলীগেরসহ সভাপতি আনোয়ার হোসেন আনু, উপ স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক কাওছার হক, শার্শা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এজেডএইচ/এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।