ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় বগুড়ায় সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৪, জানুয়ারি ২৮, ২০১৭
তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় বগুড়ায় সমাবেশ

বগুড়া: মিথ্যা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
 
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মো. মেহেদী হাসান হিমুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।


 
তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। বিএনপি দেশের জন্য রাজনীতি করে। মানুষের জন্য রাজনীতি করে। খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তাকে বর্তমান সরকার ভয় পায়।
 
তাই তাদের বিরুদ্ধে বর্তমান সরকার বাকশালী কায়দায় একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। নানাভাবে হয়রানি করছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।
 
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, অ্যাডভোকেট নাজমুল হুদা পবন প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এমবিএইচ/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।