ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

তারেকের গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ময়মনসিংহে যুবদলের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
তারেকের গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ময়মনসিংহে যুবদলের বিক্ষোভ ময়মনসিংহে যুবদলের বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ: বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল। শনিবার (জানুয়ারি ২৮) দুপুরে নগরীর কোর্ট এলাকায় অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামছুল হক শামছু।

এতে উপস্থিত ছিলেন যুবদল নেতা আমিরুল ইসলাম ভূইয়া মনি, ওয়াজুল হক বিপ্লব, সৈয়দ তৌফিক, রানা, তারা, মিজান, শহীদ, জলিল, হারুন প্রমুখ।   

এর আগে একই ইস্যুতে নগরীর নতুন বাজার এলাকায় বিক্ষোভ করেছে সংগঠনের সভাপতি কামরুজ্জামান লিটন।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, যুবদল নেতা ওয়াহিদুজ্জামান, আব্দুর রাশিদ, বিপুল ফকির প্রমুখ।

এছাড়াও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীমের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে করেছে দলীয় নেতা-কর্মীরা।

এর আগে দুপুরে নগরীর মহারাজা রোড এলাকায় জেলা ছাত্রদল নেতা জি.এস মাহাবুবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রনেতা রাজন, কামরুল, শাওন, সামী পাটোয়ারী জনি, বাপ্পী, শাওন, অপু, মুজাহিদুল, মাসুম, জিহান, দিপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এমএএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।