ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

২০ দলের মহাসচিবদের বৈঠক সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
২০ দলের মহাসচিবদের বৈঠক সোমবার

ঢাকা: ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৩ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বিএনপির মহাসচিব ও ২০ দলীয় জোটের সমন্বয়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে শরিক দলের মহাসচিব, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
 
রোববার (২৯ জানুয়ারি) বিএনপি নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান ও বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।


 
জোট সূত্রে জানা গেছে, সার্চ কমিটিকে দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনাদের নামের তালিকা চূড়ান্ত করতে এ বৈঠক ডাকা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ২৯. ২০১৭
এজেড/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।