ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

১১ বছর পর বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের তারিখ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
১১ বছর পর বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের তারিখ ঘোষণা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কর্মী সভা/ছবি-আরিফ জাহান

বগুড়া: দীর্ঘ ১১ বছর পর বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করলেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক।  

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের সাতমাথা সংলগ্ন টেম্পলরোডের দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।  

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আসাদুর রহমান দুলুর সভাপতিত্বে এবং শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বাপ্পীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করে যাচ্ছেন।  

পাশাপাশি দলকে আরো সু-সংগঠিত করতে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে আগামী ১৮মার্চ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দেন ম. আব্দুর রাজ্জাক।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা খায়রুল হাসান জুয়েল।  

এছাড়া সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু জাফর সিদ্দিক রিপন, শাজেদুর রহমান শাহীন, জুলফিকার রহমান শান্ত, কাউন্সিলর ইব্রাহীম হোসেন, লুৎফুল বারি বাবু, কামরুজ্জামান মাছুদ, প্রভাষক মনিরুজ্জামান, কোয়েল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিন বাবুল, নাছিমুল বারি নাছিম, শহিদ হোসেন পাশা, রাব্বি হাসান জুয়েল, মেসবাউল আলম, রওশন আলী, রামিম, রাজ, শাহেদ, মিস্টার, মোহন শেখ, হোসেন আলী প্রমুখ।  

সভা থেকে বগুড়ার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রমের উপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে আগের কমিটি বহাল রাখার ঘোষণা দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।