ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন মঙ্গলবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন মঙ্গলবার

ঢাকা: টাঙ্গাইল-৪ (কালিহাতী) উপ-নির্বাচন মঙ্গলবার (৩১ জানুয়ারি)। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বাংলানিউজকে বলেন, ‌আইনি জটিলতা কাটিয়ে ওঠায় এ নির্বাচনের ওপর আর কোনো বাধা নেই। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও ব্যাপক সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে মাঠে অবস্থান নিয়েছে ব্যার, বিজিবি ও পুলিশ সদস্যরা।
 
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, নির্বাচনে পুলিশ, আনসার, ব্যাটেলিয়ন আনসারের ২২ জন করে সদস্য ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন। এছাড়াও নির্বাচনী এলাকায় ভোটের পরদিন পর্যন্ত বিভিন্ন বাহিনীর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। এক্ষেত্রে বিজিবির ২ প্লাটুন (প্রতি প্লাটুনে ৩০ জন সদস্য), র‌্যাবের ১৫টিম এবং পুলিশ ও আনসারের ৮টি স্ট্রাইকিং ফোর্স এবং ১৫টি মোবাইল টিম কাজ করবে।
 
এ নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ হাছান ইমাম খাঁন সোহেল, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আতাউর রহমান খান ও ন্যাশনাল পিপলস পার্টির ইমরুল কায়েস।
 
নির্বাচনে মোট ৩ লাখ ৭ হাজার ৭৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ১০৭টি ভোটকেন্দ্রের ৬৬১টি ভোটকক্ষে তাদের ভোটগ্রহণ করা হবে। এজন্য দায়িত্বে নিয়োজিত থাকবেন ১০৭ জন প্রিজাইডিং কর্মকর্তা ও ৬৬১ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা।
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বেফাঁস মন্তব্য করায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ হারান। এরপর তার সংসদ সদস্য পদটি নিয়ে বিরোধ উত্থাপন করে দলটির তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এতে বিরোধটি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে বলেন স্পিকার। সেই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন শুনানির ব্যবস্থা করলে লতিফ সিদ্দিকী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এরফলে, আসনটি শূন্য হলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
 
এতে লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু তার মনোনয়নপত্র ঋণখেলাপের অভিযোগে বাতিল হয়। এরপর তিনি হাইকোর্টের শরণাপন্ন হন। উচ্চ আদালত সম্প্রতি তার আপিল খারিজ করে দেয়। সে অনুযায়ী, নির্বাচন কমিশন আগামী ৩১ জানুয়ারি ভোটের পুনরায় তারিখ নির্ধারণ করে।
 
এদিকে, নির্বাচন স্থগিত চেয়ে বিএনএফ প্রার্থীর করা এক রিট আবেদনও সোমবার (৩০ জানুয়ারি ) খারিজ করে দেন আদালত। তাই কালীহাতি আসনটির নির্বাচন মঙ্গলবার সম্পন্ন হতে আর কোনো বাধাই রইল না।
 
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
ইইউডি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।