ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সার্চ কমিটিকে নাম দিচ্ছে রাজনৈতিক দলগুলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
সার্চ কমিটিকে নাম দিচ্ছে রাজনৈতিক দলগুলো নামের তালিকা জমা দিতে সচিবালয়ে

ঢাকা: নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের প্রস্তাবিত নামের তালিকা জমা দেওয়া শুরু করেছে রাজনৈতিকদল গুলো।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল থেকে মন্ত্রিপরিষদ বিভাগে সার্চ কমিটির কাছে নামের তালিকা জম‍া দেয়- এলডিপি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, ন্যাপ মোজাফফর, জমিয়তে ওলামা ইসলাম, খেলাফত আন্দোলন, জাসদ (‌ইনু), তরিকত ফেডারেশন।

সোমবার (৩০ জানুয়ারি) থেকে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা সোয়া ১১টা পর্যন্ত ১৪টি রাজনৈতিক দল তাদের নামের তালিকা জমা দিয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদ।

 

তবে বেলা ১১টা পর্যন্ত নামের তালিকা জমা দেওয়ার কথা থাকলেও সোমবার সার্চ কমিটির বৈঠকে জমা দেওয়ার সময় আরো চার ঘণ্টা বৃদ্ধি করা হয়।

তবে নামের তালিকা জমা দিতে এখন পর্যন্ত বড় দলগুলোর কোনো প্রতিনিধিকে দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এমআইএচ/বিএস

   

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।