ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সার্চ কমিটিকে নাম দেয়নি চার দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
সার্চ কমিটিকে নাম দেয়নি চার দল

ঢাকা: নির্বাচন কমিশন গঠনের জন্য নিবন্ধিত ৩১টি রাজনৈতিক দলের মধ্যে সার্চ কমিটির কাছে ২৭টি রাজনৈতিক দল নাম ও প্রস্তাব জমা দিয়েছে। তবে রাষ্ট্রপতির ডাকে সাড়া দেয়নি চারটি দল।

নির্ধারিত সময় মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে রাজনৈতিক দলগুলোর নাম দেওয়ার কথা ছিলো।

সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

বেলা ১১টা পর্যন্ত সময় থাকলেও পরবর্তীতে সময় বাড়ানো হয়।  

ইসলামিক আন্দোলন বাংলাদেশ, বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও গণফোরাম নাম বা কোনো প্রস্তাব জমা দেয়নি।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি) মো. আবদুল ওয়াদুদ বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ২৭টি রাজনৈতিক দল প্রস্তাবনা জমা দিয়েছে। প্রস্তাবনা জমা দেয়নি চারটি রাজনৈতিক দল।

সোমবার (৩০ জানুয়ারি) থেকেই ২৭টি রাজনৈতিক দল তাদের প্রস্তাবিত নামের তালিকা জমা দিয়েছে।

নাম জমা দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটি পার্টি (এলডিপি), কৃষক-শ্রমিক জনতা লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাসদ (আম্বিয়া), বাসদ, গণতন্ত্রী পার্টি, খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, গণফ্রন্ট, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও জাকের পার্টি।

গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইসি পুনর্গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন। এই কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য নাম প্রস্তাব করতে বলা হয়।

কমিটির সুপারিশ থেকে অনধিক পাঁচ সদস্যের ইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত সার্চ কমিটির অপর সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার।

সার্চ কমিটি নিজেদের মধ্যে বৈঠকের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের মতামতও নিয়েছে। সার্চ কমিটি গত ২৮ জানুয়ারি প্রথম বৈঠক করে পাঁচটি করে প্রস্তাবিত নাম জমা দেওয়ার আহ্বান জানিয়েছিল।

কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে ৮ ফেব্রুয়ারি। অবশ্য একজন কমিশনার একেএম শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭/আপডেট: ১৮০৬
এমআইএইচ/আরআর/বিএস/আরএম/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।