ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কোটচাঁদপুরে ২ জামায়াত কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
কোটচাঁদপুরে ২ জামায়াত কর্মী আটক

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জিল্লুর রহমান (৩৪) ও লিটন আলী (২৮) নামে জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কাঠালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। জিল্লুর ও লিটন কাঠালিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জয়নুল আবেদিন বাংলানিউজকে জানান, কাঠালিয়া গ্রামে জামায়াতের নেতাকর্মীরা নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সংবাদের ভিত্তিতে ভোরে সেখানে অভিযান চালানো হয়। এসময় অন্যরা পালিয়ে গেলেও জিল্লুর ও লিটনকে আটক করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।