ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মেলান্দহে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
মেলান্দহে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, আটক ১

জামালপুর: জামালপুরের মেলান্দহ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রাজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেলান্দহ উপজেলার চাকদহ গ্রামে ঘটনাটি ঘটে। 

পরে তাকে আহতাবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাহফুজ নামে একজনকে আটক করেছে পুলিশ।

রাজনের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার মাহফুজ গংদের সঙ্গে রাজন গংদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার সময় জমি নিয়ে উভয় গ্রুপের সংঘর্ষচলাকালে রাজনকে কুপিয়ে আহত করা হয়।  

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মাজহারুল করিম বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মাহফুজ নামে একজনকে আটক করা হয়েছে। এখনো কোনো পক্ষ মামলা দেয়নি।  

বাংলাদেশ সময়: ০৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।