ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জামালপুরে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
জামালপুরে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেফতার

জামালপুর: একাত্তরের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি রুস্তম আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাতে জামালপুরে রুস্তম আলীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রুস্তম আলীকে গ্রেফতারের খবর বাংলানিউজকে নিশ্চিত করেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিমুল ইসলাম।

২০১৬ সালে তার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ঢাকা-১ আদালতে মামলা হয়।

মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
 
আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে জামালপুর সদর থানায় পাঠায়। আদালতের গ্রেফতারি পরোয়ানায় পেয়ে রুস্তম আলীকে তার নিজ বাড়ি সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ির দক্ষিণ নয়াপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।