ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘খালেদার মামলা প্রভাবিত করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
‘খালেদার মামলা প্রভাবিত করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী’ জাতীয়তাবাদী কৃষকদলের সম্মেলনের প্রস্তুতি সভায় শামসুজ্জামান দুদু-ছবি-আরিফ জাহান

বগুড়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরে রাজশাহী ও রংপুর বিভাগের জাতীয়তাবাদী কৃষকদলের সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
 
সভায় দুদু বলেন, আগামী ২৭ ফেব্রুয়ারি ঢাকায় কৃষকদলের সম্মেলন হবে।

যত বাধাই আসুক সম্মেলন সফল করা হবে।
 
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। খালেদা জিয়াকে কারাবন্দি করা মানে গণতন্ত্রকেই কারাবন্দি করা।
 
আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে। সেই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট জয়লাভ করে ক্ষমতায় যাবে। আর খালেদা জিয়াই হবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী, যোগ করেন দুদু।
 
বগুড়া জেলা কৃষকদলের সহ-সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এমবিএইচ/আরআর/এমজেএফ
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।