ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
ঝিনাইদহে জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ৪

ঝিনাইদহ: ঝিনাইদহে নাশকতার মামলায় জেলা জামায়াতের আমিরসহ ৪ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (০১ মার্চ) দুপুরে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-জেলা জামায়াতের আমির ও শহরের আল-হেরাপাড়ার আবুল কাশেম (৫৮), সদর উপজেলা জামায়াতের আমির মতিয়ার রহমান, পবহাটী গ্রামের আকতারুজ্জামান (৫০) ও আশরাফুল হক (৫২)।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জেলা জামায়াতের আমিরসহ ৪ পলাতক আসামি শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিকেলে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। তাদের বিরুদ্ধে সদর থানায় নাশকতার মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।