ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কুসিক নির্বাচনে ২০ দলের সমন্বয়ক রেদওয়ান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
কুসিক নির্বাচনে ২০ দলের সমন্বয়ক রেদওয়ান কুমিল্লা সিটি করপোরেশন

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদওয়ান আহমেদ।

বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের মহাসচিবদের বৈঠকে তাকে দায়িত্ব দেওয়া হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল করিম, মুসলিম লীগের সাধারণ সম্পাদক শেখ জুলফিকার বুল বুল চৌধুরী, বিজেপির আব্দুল মতিন সৌদ প্রমুখ।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কুসিক নির্বাচনে জোট মনোনীত বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক ছাক্কুর পক্ষে কাজ করবেন ২০ দলীয় জোটের শরিক দলের নেতারা। তারা যার যার সময় ও সুযোগ মতো কুমিল্লায় গিয়ে জোট প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালাবেন। আর এসব কর্মকাণ্ডের তদারকি করবেন জোটের অন্যতম শরিক এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমেদ।

বৈঠকে অংশ নেওয়া এক নেতা বাংলানিউজকে বলেন, ড. রেদওয়ান আহমেদের বাড়ি কুমিল্লায় হওয়ায় বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে কুসিক নির্বাচনে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি সবাই তার সঙ্গে আলাপ-আলোনা করে কাজ করবেন।

এদিকে কুসিক নির্বাচনে দল মনোনীত মেয়র প্রার্থী মনিরুল হক ছাক্কুর নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এজেড/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।