ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গ্যাসের দাম বৃদ্ধিতে নোয়াখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
গ্যাসের দাম বৃদ্ধিতে নোয়াখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি গ্যাসের দাম বৃদ্ধিতে নোয়াখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি-ছবি: বাংলানিউজ

নোয়াখালী: গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে দু’ঘণ্টা অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (০২ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাব চত্বরে জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান হাফিজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাফর উল্লাহ রাসেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষা চন্দ্র দাস, পৌর বিএনপি নেতা ওমর ফারুক, জিএস দুলাল, ওমর ফারুক টপি, ভিপি অালাউদ্দিন, ভিপি পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, ছাত্রদল নেতা আবু হাসান নোমান, মিজানুর রহমান মিজান, আজগর উদ্দিন দুখু ও পূর্ন বরণ চাষী প্রমুখ।


 
সমাবেশে বক্তারা অবিলম্বে গ্যাসের দাম কমানো না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।