ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে যুবলীগের কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
লক্ষ্মীপুরে যুবলীগের কমিটি গঠন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলা পার্বতীনগর ইউনিয়নে যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। এতে সাইফুল ইসলাম মিন্টুকে সভাপতি ও আবদুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শনিবার (৪ মার্চ) বিকেলে সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু ও যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক মাহবুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

কমিটিতে সহ-সভাপতিরা হলেন- মাহবুবু আলম শিপন, মাহবুবুর রহমান কাকন, বাহার উদ্দিন বাহার, মোরশেদ কামাল বাচ্চু, আবু সাঈদ, দেলোয়ার হোসেন দেলু, মুরাদ হোসেন।

সহ-সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মঞ্জু, সামছুল ইসলাম, জাফর আহমেদ, জুবের আলম রুবেল।

সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান মামুন, আলী হোসেন, কামাল হোসেন, মো. মঈন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহেল, তথ্য সম্পাদক মো. মজিব, অর্থ-সম্পাদক মো. মনির হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শওকত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. মাসুদ, ক্রীড়া সম্পাদক তারেক হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. রাসেল ও মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা আক্তার শিমুসহ ৫১ সদস্যের নাম উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।