ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মহেশপুরে নারীসহ জামায়াতের ৯ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
মহেশপুরে নারীসহ জামায়াতের ৯ নেতাকর্মী আটক

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বৈচিতলা গ্রাম থেকে জামায়াতের ৫ নারী ও ৪ পুরুষ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট ও টাকা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ মার্চ) বিকেল ৫টার দিকে বৈচিতলা গ্রামের শহিদুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো-মহেশপুর পৌর জামায়াতের আমির গোলাম রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি, জামায়াত কর্মী নাজমুল সাকিব, রাকিবুল হাসিব, জামায়াতের নারী রোকন সদস্য সুফিয়া খাতুন, মনোয়ারা বেগম, রেহেনা খাতুন, বিলকিস বেগম ও চায়না খাতুন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশ জানতে পারে, বৈচিতলা গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ জিহাদি বই, লিফলেট ও টাকা আদায়ের রশিদ।
জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (০৬ মার্চ) তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।