ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ক্ষমতাসীন সরকারের তত্ত্বাবধানে নির্বাচন হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
ক্ষমতাসীন সরকারের তত্ত্বাবধানে নির্বাচন হবে ক্ষমতাসীন সরকারের তত্ত্বাবধানে নির্বাচন হবে-ছবি: বাংলানিউজ

নোয়াখালী: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী সংসদ নির্বাচন ক্ষমতাসীন সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

মন্ত্রী বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যে প্রক্রিয়ায় ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও সেই প্রক্রিয়ায় আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৮ মার্চ) বেলা ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সরকারি মুজিব কলেজে নবীণবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচন মূলত নির্বাচন কমিশনের কাজ। তারাই এটা পরিচালনা করবে। ক্ষমতাসীন সরকার নির্বাচন কমিশনকে সহয়োগিতা করবে এবং তত্ত্বাবধান করবে। যেন জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া যায়।

এসময় সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক ড. মাহে আলম, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, পৌর মেয়র আবদুল কাদের মির্জা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।