ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শ্যামনগরে ইউনিয়ন জামায়াতের আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
শ্যামনগরে ইউনিয়ন জামায়াতের আমির গ্রেফতার

সাতক্ষীরা: সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের জামায়াতের আমির আব্দুর রউফ গাজীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার গাবুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবদুর রউফ পদ্মপুকুর ইউনিয়নের পূর্ব পাতখালি গ্রামের বাসিন্দা।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাবুরা থেকে পদ্মপুকুর ইউনিয়নের জামায়াতের আমির আব্দুর রউফ গাজীকে গ্রেফতার করে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে শ্যামনগর থানায় তিনটি নাশকতার মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।