ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চাপ-চাপ খেলা বাদ দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত হোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
চাপ-চাপ খেলা বাদ দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত হোন মোহাম্মদ নাসিম, ছবি: সুমন শেখ

ঢাকা: চাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না জানিয়ে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘চাপ-চাপ খেলা বাদ দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত হোন।’  
 

বিশ্ব কিডনি দিবসের এক আলোচনায় অংশ নিয়ে বৃহস্পতিবার (০৯ মার্চ) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, অন্ধকার থেকে আলোর পথে এখন বাংলাদেশ।

৬ হাজার ডাক্তার, ১০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এই দেশে একদিন জ্বালাও-পোড়াও হয়েছে। ২০১৪ সালে নির্বাচন না হলে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। বিএনপির নেতারা বলছেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করবো না। কেন করবেন না, একটা দেশ দেখান, যেখানে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হয় না। আমরা একবার তত্ত্বাবধায়ক সরকার এক্সপেরিমেন্ট করে ফেল করেছি। ওই এক্সপেরিমেন্ট আর করবো ন‍া।

২০১৯ সালের মধ্যে নির্বাচন হবে জানিয়ে নাসিম বলেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা মনে করলে নির্বাচন আগেও হতে পারে। শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। কোনো ফর্মূলায় কোনো নসিয়তে কোনো কাজ হবে না।

নির্বাচন কমিশন গঠন নিয়ে নাসিম বলেন, বিএনপি-জাতীয় পার্টি কোন দলের সময় সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠিত হয়েছ? ৪১ বছরে কোনো দৃষ্টান্ত নেই যেখানে সার্চ কমিটি গঠন করে, নির্বাচন কমিশন গঠন করে শিক্ষক-সাংবাদিক-বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। কমিশন গঠনের পর এই কয় দিনে অনেক নির্বাচন হয়েছে। কোনো অভিযোগ নেই, জাতীয় নির্বাচন কেন হবে না? নৌকার সাথে ধানের শীষে লড়াই হয়েছে। তাহলে কেন নির্বাচন হবে না।

তিনি বলেন, নির্বাচন করা না করা আপনার (খালেদা জিয়া) ইচ্ছা। কিয়ামত পর্যন্ত করবেন না? এরা যেটা বলে, স্ট্যান্ডবাজি। নির্বাচন ঠিক মতো হবে এবং বিএনপি নির্বাচন করবে। এরা চাপ সৃষ্টি করতে চায়। চাপ সৃষ্টির আর সুযোগ নাই। আওয়ামী লীগ আর যাই হোক জনগণ ছাড়া কোনো দলের কাছে নতি স্বীকার করে না, করবে না।

‘এই চাপ-চাপ খেলা বাদ দেন, চাপ-চাপ খেলা বাদ দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত হোন। নির্বাচন হবে ইনশাল্লাহ, লড়াই শুরু হবে। আমরা নৌকার জন্য তৈরি হয়েছি। আপনার ধানের শীষ। দেখবো কে জিতে? জনগণের রায় নিয়ে আমরাই জিতবো, শেখ হাসিনাই জিতবে-’ বলেন নাসিম।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, চিত্রনায়ক ফারুক (আকবর হোসেন পাঠান) বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মুহম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক হারুন-আর-রশিদ, ক্যাম্পাস সভাপতি অধ্যাপক এম এ সামাদ, বাংলাদেশ রেনাল অ্যাসেসিয়েশনের মহাসচিব ডা. মো. নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

বালাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এমআইএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।