ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

অর্থনৈতিক উন্নতির ভুল পরিসংখ্যান দিচ্ছে আ’লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
অর্থনৈতিক উন্নতির ভুল পরিসংখ্যান দিচ্ছে আ’লীগ ডিআরইউতে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম/ছবি: বাদল

ঢাকা: আওয়ামী লীগ সরকার দেশের অর্থনৈতিক উন্নতির ভুল পরিসংখ্যান দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (০৯ মার্চ ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ( ডিআরইউ) তারেক রহমানের ১১তম কারাবন্দী দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এ দেশে এতো এতো প্রবৃদ্ধি কথা শুনছেন, আপনারা যদি কোনো নিরপেক্ষ অর্থনীতিবিদের সঙ্গে কথা বলেন, যদি তাদের সমীক্ষা দেখেন, তাহলে বুঝতে পারবেন আওয়ামী লীগ সরকার যে উন্নতির কথা বলছে তা ঠিক নয়! তারা উন্নতির নামে ভুল পরিসংখ্যান দিচ্ছে মানুষকে।

তিনি বলেন, এটা জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, উন্নতির এ চিত্র সঠিক নয়।

এদিকে ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ সরকার সংবিধানকে বাইবেলে পরিণত করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে, সংবিধানে সহায়ক সরকারের কথা উল্লেখ নেই। আমি বলতে চাই সংবিধান কাদের জন্য, সংবিধান তো মানুষের জন্যই। মানুষের প্রয়োজনেই সংবিধান পরিবর্তন করা যায়। কিন্তু এখন তো সংবিধানকে আপনারা বাইবেলে পরিণত করেছেন। এর কোনো পরিবর্তন করা যাবে না।

আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এমন দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলীয় সরকারের অধীনে তো আপনারা নির্বাচন চাইবেনই, কারণ জনগণ থেকে তো আপনারা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। কয়েকটি নির্বাচনেই তার প্রমাণ পাওয়া গেছে।
 
তারেক রহমানের উপর নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, ১/১১ সরকার, আর আওয়ামী লীগ সরকারের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। তারা একই এজেন্ডা বাস্তবায়ন করছে।

দেশে বিএনপির নেতাকর্মীসহ জনগণের উপর নির্যাতনের কথা উল্লেখ মির্জা ফখরুল বলেন, জনগণ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। জনগণের কাছে বিচার দিতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।

সংগঠনের সহ-সভাপতি এমএ কুদ্দুছের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেনসহ ড্যাবের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭ 
এসটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।