ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে ট্রাকচাপায় ছাত্রলীগ কর্মী নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
রূপগঞ্জে ট্রাকচাপায় ছাত্রলীগ কর্মী নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের চাপায় রিয়াদ (২২) নামে ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন রাকিব নামে আরো একজন।

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কলাবাগানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বিকেলে উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত ছাত্রলীগ কর্মী রিয়াদ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ নবগ্রাম এলাকার দুলাল মিয়ার ছেলে।

মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার (ভিপি) শাহরিয়ার পান্না সোহেল বাংলানিউজকে জানান, বিকেলে রিয়াদ ও রাকিব মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে  রিয়াদ ও রাকিব গুরুতর আহত হয়।

তাদের উদ্ধার করে রাজধানীর কলাবাগানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রিয়াদের মৃত্যু হয়। রাকিবের অবস্থাও আশঙ্কাজনক।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন,  ট্রাকটি আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।