ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার আগমনে লক্ষ্মীপুরে আ’লীগের সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
শেখ হাসিনার আগমনে লক্ষ্মীপুরে আ’লীগের সংবাদ সম্মেলন শেখ হাসিনার আগমনে লক্ষ্মীপুরে আ’লীগের সংবাদ সম্মেলন-ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: ১৪ মার্চ (মঙ্গলবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্মীপুরে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন জানান, ১৪ মার্চ দুপুরে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রশাসন ও দলীয়ভাবে সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

ওইদিন লক্ষ্মীপুরে মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, নার্স ইনস্টিটিউট স্থাপন, প্রেসক্লাবের বহুতল ভবনসহ বেশ কিছু দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

এছাড়া নৌ-বন্দর, পৌর মার্কেট ও বহুতল বিশিষ্ট আদালত ভবনসহ কয়েকটি নতুন ভবনের উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন রিপন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ ও রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ বিন জাকারিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।