ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

'শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নেবে না বিএনপি'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
'শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নেবে না বিএনপি' বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ; ছবি- জি এম মুজিবুর

ঢাকা: আগামী সংসদ নির্বাচনে বিএনপি অবশ্যই অংশ গ্রহণ করবে উল্লেখ করে বিএনপি'র ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। তবে শেখ হাসিনার অধীনে নয়। শনিবার (১১ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন এবং সংগঠনটির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করে সংগঠনটি।

খন্দকার মাহবুব হোসেন বলেন, যদি শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকে, তবে সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে না।

সেই নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না।

তিনি বলেন, সরকার যে অত্যাচার চালাচ্ছে, তাতে বাংলার মানুষের ধৈর্য শেষ পর্যায়ে চলে এসেছে। তারা এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।

সংবিধান মানুষের কল্যাণের জন্য উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরে পাবার জন্য সংবিধানের পরিবর্তন আনতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মাদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি'র ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম-মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার,নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ,বীর উত্তম শহীদ জিয়া পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

বাংলাদেশ সময়:  ১৬২৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসজেএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।