ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যুব মহিলা লীগের নেতৃত্বে ফের নাজমা ও অপু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
যুব মহিলা লীগের নেতৃত্বে ফের নাজমা ও অপু নাজমা আক্তার ও অপু উকিলকে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী, ছবি: পিআইডি

ঢাকা: বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি হিসেবে নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের নির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দলটির সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ নেতৃত্ব নির্বাচন করা হয়।

এর আগে সকালে জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বিতীয় অধিবেশন শেষে যুব মহিলা লীগের আগামী দিনের নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও ঘোষণা করা হয়।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিন ও সাধারণ সম্পাদক তাহেরা খাতুন লুৎফা এবং দক্ষিণের সভাপতি ফরিদা ইয়াসমিন ঝুমা ও সাধারণ সম্পাদক নিলুফা রহমানের নাম ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭/ আপডেট: ১৭১৫ ঘণ্টা
এমইউএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।