ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাটুরিয়ায় ছাত্রলীগের দু’গ্রুপে সংর্ঘষ, আহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
সাটুরিয়ায় ছাত্রলীগের দু’গ্রুপে সংর্ঘষ, আহত ৪ সাটুরিয়ায় ছাত্রলীগের দু’গ্রুপে সংর্ঘষ, আহত ৪-ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মানিকগঞ্জের সাটুরিয়ায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ৪ নেতাকর্মী আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার (১২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফকুরহাটি ইউনিয়নের শিমুলতলি এলাকায় এ সংর্ঘষের ঘটনা ঘটে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের কর্মীরা জানান, সম্প্রতি উপজেলার বালিয়াটি, সাটুরিয়া ও দরগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ কমিটি ঘোষণা করেন সভাপতি মুহিত। এ কমিটি অনুমোদনে সাধারণ সম্পাদক গোলাম মওলার মতামত নেওয়া হয় না।

অপরদিকে সভাপতির কাছে গচ্ছিত থাকা সভাপতি/সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সাদা প্যাডেই কমিটি অনুমোদন দিয়ে তা ফেসবুকে প্রচার করেন সভাপতি। এ ঘটনার পর ওই বিষয় নিয়ে সাধারণ সম্পাদক গোলাম মওলা সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন ( জিডি নং ৩৬০-৮-৩-১৭ ইং)।

এতে তিনি উল্লেখ করেন, তার স্বাক্ষর করা ১৩/১৪টি প্যাড হারিয়ে গেছে। এরপর থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধ তৈরি হতে থাকে।

এ ঘটনার জের ধরে বিকেলে সভাপতি গ্রুপের লোকজন উপজেলার শিমুলতলি এলাকায় সাধারণ সম্পাদকের ওপর অতর্কিত হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ সম্পাদকের লোকজন সাটুরিয়া বাসস্ট্যান্ডে সভাপতি মুহিতের লোকজনের ওপর হামলা চালায়। এতে উভয় গ্রুপের চার নেতাকর্মী আহত হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রাতে এ রির্পোট লেখা পর্যন্ত সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। যে কোনো মুহূর্তে ফের সংর্ঘষের ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি। তবে পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

এ ব্যাপারে মতামত জানতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে মোবাইল ফোনে কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।