ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যারা ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করবে না তারা জাতীয় বেঈমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
যারা ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করবে না তারা জাতীয় বেঈমান আলোচনা সভায় ড. হাছান মাহমুদ-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: যারা ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করবে না তারা জাতীয় বেঈমান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। 

সোমবার (১৩ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।  

আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।

 

হাছান মাহমুদ বলেন, সরকার ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করার উদ্যোগ নিয়েছে। এখন থেকে প্রতিবছর আমরা গণহত্যা দিবস পালন করবো। যারা পালন করবে না, তারা জাতীয় বেঈমান, দুশমন।  

তিনি আরো বলেন, আমি ভেবেছিলাম, গণহত্যা দিবস পালনের বিষয়টিকে বিএনপি স্বাগত জানাবে। কিন্তু তারা কিছুই বলেনি। জানাবে কি? স্বাধীনতার দুশমন ও বিরোধীদের সঙ্গে তাদের তো জোট।  

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হঠাৎ করে স্বাধীনতার ঘোষণা দেননি। পূর্ব প্রস্তুতি নিয়েই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি চাইলে আপোস করতে পারতেন। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন।  

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এম এ করিম, সংসদ সদস্য এ্যাডভোকেট শামসুল হক টুকু, স্বাধীনতা পরিষদের সভাপতি জিনাত আলী জিন্নাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এমসি/আরআর/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।