ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

র‌্যাব ক্যাম্পের পাশে বোমা বিস্ফোরণে খালেদার ইন্ধন রয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
র‌্যাব ক্যাম্পের পাশে বোমা বিস্ফোরণে খালেদার ইন্ধন রয়েছে র‌্যাব ক্যাম্পের পাশে বোমা বিস্ফোরণে খালেদার ইন্ধন রয়েছে

মাদারীপুর: উত্তরায় র‌্যাব ক্যাম্পের পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় খালেদা জিয়ার ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে মাদারীপুরের কালকিনির সৈয়দ আবুল হোসেন একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা শেষে এ কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, এই হামলার পেছনে রয়েছে সন্ত্রাসীগোষ্ঠী।

যাদের মমদ দিয়ে আসছেন খালেদা জিয়া। এসব জঙ্গিরা ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়, জাতির পিতার হত্যাকারীকে বাঁচাতে চায়। এমনকি খালেদা জিয়া জঙ্গিদের পক্ষ নিয়ে মুফতি হান্নানের মুক্তি চান। দেশের বিভিন্ন সময় জঙ্গি হামলার পেছনে খালেদা জিয়ার মদদ রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- কালকিনি উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা, পৌর মেয়র এনায়েত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম হেমায়েত উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এনটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।