ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লিঙ্গসমতা প্রতিষ্ঠা করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
লিঙ্গসমতা প্রতিষ্ঠা করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার

লিঙ্গসমতা প্রতিষ্ঠা করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার, এমনই মন্তব্য করেছেন পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি। তিনি বলেন, নারী অধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সরকার।

গত বৃহস্পতিবার (১৬ মার্চ) জাতিসংঘ সদর দফতরে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) আয়োজিত ‘মেয়ে ও ছেলেদের ওপর সহিংসতার চক্র ভাঙতে সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক এক সাইড লাইন ইভেন্টে একথা বলেন তিনি।

জাতিসংঘের কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের (সিএসডব্লিউ) চলতি ৬১তম সেশনের অংশ হিসেবে এই সাইড লাইন বৈঠক আয়োজন করে আইপিইউ।

সরকারের সব পর্যায়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রতিশ্রুতির কথা উল্লেখ করার পাশাপাশি দীপু মনি নারী ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ সরকারের আইনগত পদক্ষেপ তুলে ধরেন।
 
দীপু মনি সিএসডব্লিউ’র ৬১তম সেশনে আইপিইউর বাংলাদেশ ডেলিগেশনের প্রতিনিধিত্ব করেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।