ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সরকার বিএনপিকে ধ্বংস করতে চায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
সরকার বিএনপিকে ধ্বংস করতে চায় শামসুজ্জামান দুদু, ছবি: সংগৃহীত

ঢাকা: সরকার ক্ষমতা হারানোর ভয়ে বিএনপিকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আনোয়ারুজ্জামান আনোয়ার মুক্তি সংগ্রাম পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, সরকার বিএনপিকে ভয় পাচ্ছে।

আগামী নির্বাচনে যাতে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ না করতে পারে, সে লক্ষ্যে সরকার এখন মিথ্যা মামলা দিচ্ছে। তারা এখন নিজেদের ক্ষমতা হারানোর ভয়ে বিএনপিকে ধ্বংস করতে চায়। সেই লক্ষ্যে তারা কাজও করে যাচ্ছে।

এ সময় তিনি সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যত মামলাই করেন না কেন, কোনো লাভ হবে না। যতদিন পর্যন্ত পারি আমরা আন্দোলন করে নির্বাচন সহায়ক একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে পরাজিত করবো। আমরা সরকারকে উৎখাত করতে চাই না, নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে চাই।

শামসুজ্জামান দুদু বলেন, বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ ও নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্য সরকার প্রহসনমূলক বিচারে আয়োজন করছে। তাছাড়া মির্জা ফখরুলসহ শত-শত নেতাকর্মীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার লক্ষ্যে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে সরকার।

আয়োজক সংগঠনের সমন্বয়কারী হাফিজুর রহমানের সভাপতিত্বে ও এনডিপির প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসার সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া ও জাতীয়তাবাদী দেশ ‘বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এমএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।