ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হাতিয়ায় আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
হাতিয়ায় আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১২

নোয়াখালী: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আশরাফ উদ্দিন গুলিবিদ্ধসহ উভয়গ্রুপের অন্তত ১২ আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চরঈশ্বর ইউনিয়নের আফাজিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গুলিবিদ্ধরা হলো, চরঈশ্বরের বাসিন্দা ও বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ উদ্দিন (৩০) ও স্থানীয় যুবলীগ কর্মী রাসেল (২৮)। অন্য আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, উপজেলার চরঈশ্বর ইউনিয়নে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সমর্থিত রবীন্দ্র গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সমর্থিত একটি গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে দলীয় আভ্যন্তরীণ কোন্দল চলে আসছিল।

এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও আফাজিয়া বাজারের নিয়ন্ত্রণ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। একপর্যায়ে উভয়গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে আশরাফসহ দুইজন গুলিবিদ্ধ ও অন্তত ১০ কর্মী আহত হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।