ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে জামায়াতের ১২ নেতাকর্মীসহ গ্রেফতার ৬৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
ঝিনাইদহে জামায়াতের ১২ নেতাকর্মীসহ গ্রেফতার ৬৬ জামায়াতের ১২ নেতাকর্মীসহ ৬৬ জন গ্রেফতার-ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের ছয় উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের ১২ নেতাকর্মীসহ ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত থেকে শুক্রবার (৩১ মার্চ) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে জানান, রাতে জেলার ছয় উপজেলায় নাশকতা ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সদর উপজেলা থেকে দুই জামায়াতসহ ২০ জন, শৈলকুপায় আট, হরিণাকুণ্ডু পাঁচ, কালীগঞ্জ ১৫, কোটচাঁদপুর তিন জামায়াতসহ সাত ও মহেশপুর থেকে সাত জামায়াতসহ ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।