ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জবি ছাত্রলীগের কমিটি যেকোনো সময়

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
জবি ছাত্রলীগের কমিটি যেকোনো সময়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: দীর্ঘ প্রায় সাড়ে চার বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে বৃহস্পতিবার (৩০ মার্চ) বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। এরপর থেকেই নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে।

এদিকে সম্মেলন শেষ হওয়ার পরেও পদপ্রার্থীরা আগের মতোই ছুটছেন সাবেক ও বর্তমান নেতাদের কাছে।

একাধিক কেন্দ্রীয় নীতিনির্ধারকের সঙ্গে কথা বলে জানা যায়, ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে কে আসছে ছাত্রলীগ জবি শাখা ছাত্রলীগের নেতৃত্বে।

তবে কারা আসছে এ কমিটিতে- এটা নিশ্চিতভাবে বললেও তারা বলছেন, সম্মেলনের আগে নেতৃত্বে অনেকের নাম শোনা গেলেও সম্মেলনের দিন রাতেই সেসব নাম মুছে গেছে। মূলত বরিশাল, উত্তরবঙ্গ ও ময়মনসিংহের নেতাদের মধ্যে থেকেই আসতে যাচ্ছে এবারের নেতৃত্ব।

এর মধ্যে ময়মনসিংহ গ্রুপ থেকে একজন আগামী কমিটিতে আসছে নিশ্চিত করেই বলা যায়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
ডিআর/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।