ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বাগমারায় তালিকাভুক্ত জেএমবি সদস্য আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
বাগমারায় তালিকাভুক্ত জেএমবি সদস্য আটক

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রাম থেকে মাহমুদ হাসান (৪৮) নামে এক তালিকাভুক্ত জেএমবি সদস্য আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) ভোরে এক তথ্যের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে।

আটক মাহমুদ হাসান ওই ইউনিয়নের রামরামা গ্রামের মৃত দিন মোহাম্মদ সরদারের ছেলে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বাংলানিউজকে জানান, আটক মাহমুদ হাসান জেলা পুলিশের তালিকাভুক্ত জেএমবি ক্যাডার। ২০০৪ সালে তিনি বাগমারায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তৎকালীন শীর্ষনেতা সিদ্দীকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী ছিলেন।

তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ওই সব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এসএস/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।