ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার দুই পাশেই জঙ্গি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
খালেদা জিয়ার দুই পাশেই জঙ্গি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ -ছবি- রানা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডানে-বামে দুই পাশেই জঙ্গি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। 

তিনি বলেন, জঙ্গি দমন কর্মকাণ্ড নিয়ে বিএনপি নেত্রী নানা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এরপর জনগণের চাপে কয়েকদিন আগে বিএনপি চেয়ারপারসন সংবাদ সম্মেলন করে জঙ্গি দমনের পক্ষে মত দেন।

আমার কথা, যার ডানে জঙ্গি-বামে জঙ্গি তার জঙ্গি দমনের পক্ষে অবস্থান নেওয়া মানে জনগণের সঙ্গে মশকরা করা।  

রোববার (০২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সন্ত্রাস, জঙ্গিবাদ ও গণহত্যা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।  

আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেৎনা প্রতিরোধ কমিটি।  

হাছান মাহমুদ বলেন, বিএনপি’র ২০ দলীয় জোটে যেসব দলগুলো রয়েছে সেগুলোর বেশ কয়েকটি জঙ্গিবাদের সঙ্গে জড়িত।  

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের জঙ্গিবাদ পার্থক্য রয়েছে। অন্য দেশে জঙ্গি হামলা হয়, জঙ্গি দমন কার্যক্রমে সব রাজনৈতিক দল সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা ও সমর্থন করে। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দল বিএনপি জঙ্গি দমন নিয়ে প্রশ্ন তোলে। জঙ্গি হামলার ঘটনাকে নাটক বলে দাবি করে। পৃথিবীর সঙ্গে এটা আমাদের পার্থক্য।  

বিএনপির এমন প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, জঙ্গি হামলা ও তৎপরতায় তাদের প্রত্যক্ষ মদদ রয়েছে বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।  

সরকারের উদ্দেশে তিনি বলেন, সরকারকে অনুরোধ জানাবো, শুধু জঙ্গি দমন নয়, জঙ্গি তৎপরতায় যারা উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা উচিত।  

আয়োজক সংগঠনের সভাপতি আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে অালম মুরাদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এমসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।