ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাপার নেতৃত্বে নতুন জোট করা হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
জাপার নেতৃত্বে নতুন জোট করা হবে হুসেইন মুহাম্মদ এরশাদ, ছবি: রানা

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটির (জাপা) নেতৃত্বে নতুন জোট গঠন করা হবে বলে জানিয়েছন জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

তিনি বলেন, এরই মধ্যে ৩০ থেকে ৪০টি ছোট দল আমাদের সঙ্গে জোট করতে আগ্রহ প্রকাশ করেছে। আগামী ৪ এপ্রিলের পর তাদের সঙ্গে বসে কথা বলে নতুন জোটের ঘোষণা করা হবে।

রোববার (২ এপ্রিল) জাতীয় যুব সংহতি আয়োজিত রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিশন মিলনায়তনে কেন্দ্রীয় সম্মেলন-২০১৭ এবং যুব সংহতির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, আমরা কোনো নির্বাচনে সুবিধা পায়নি। একানব্বই সালে জেলে থেকে নির্বাচন করেছি। ছিয়ানব্বই সালের নির্বাচনের পরও ৬ মাস জেল খেটেছি। কোনো রাজনৈতিক দলই আমাদের বন্ধু নয়। তাই আওয়ামী লীগ ও বিএনপি জোটের মতোই আগামী নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পাটির নেতৃত্বে জোট গঠন করা হবে।

এ জোটের বেশির ভাগই ইসলামী দল থাকছে বলেও জানান তিনি।

সম্মেলনে জাতীয় পাটির সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদেরবিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জাতীয় যুব সংহতির নতুন কমটির সভাপতি আলমগীর সিকদার লোটন এবং সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদার নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপিল ০২, ২০১৭
এমএফআই/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।