ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে : নোমান

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

ঢাকা : বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, এই সরকারের সব অপকর্মের অবসান ঘটাতে হলে তাদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।
 
আজ বুধবার স্থানীয় একটি হোটেলে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আয়োজিত ইফতার-পূর্ব এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।



‘আধিপত্যবাদবিরোধী সংগ্রামে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা ও শফিকুল গণি স্বপন’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাপ সভাপতি জেবেল রহমান জনি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপি চেয়ারম্যান গোলাম মর্তুজা প্রমুখ।

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এ সরকার ভারতের সঙ্গে ১০০ কোটি ডলারের যে ঋণের চুক্তি করেছে তার বোঝা দেশের সব নাগরিককে টানতে হবে। তাই দেশবিরোধী এ চুক্তি বাতিল না করলে জনগণকে ঐক্যবদ্ধ করে এ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। ’

বাংলাদেশ স্থানীয় সময় : ১৯৩০ ঘন্টা , ১৮ আগস্ট , ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।