ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৫       

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৬, এপ্রিল ৬, ২০১৭
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৫       

সাতক্ষীরা: সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের সাত কর্মীসহ ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।  

সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ২২ জন, কলারোয়া থানায় ১০, তালায় ছয়, কালিগঞ্জে সাত, শ্যামনগরে সাত, আশাশুনিতে সাত, দেবহাটায় তিন ও পাটকেলঘাটা থানায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা একজনকে গ্রেফতার করেছে।  

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।