ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কর্মস্থলে যোগ দিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
কর্মস্থলে যোগ দিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ

হবিগঞ্জ: সাময়িক বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত হওয়ার পর নিজের কর্মস্থলে যোগ দিয়েছেন হবিগঞ্জের পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে তিনি পৌর কর্মচারীদের বেতন বিলে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন।

এর আগে তিনি সাংবাদিক, পৌর কর্মকর্তা-কর্মচারী ও সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

প্রধানমন্ত্রী আমিসহ তিন মেয়রের বরখাস্তের খবর জানতেন না। স্থানীয় রাজনীতিবিদদের হয়রানি থেকে মুক্ত হয়ে আমি যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি সেজন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি।

এদিকে, সকাল থেকেই পৌর মেয়রকে শুভেচ্ছা জানাতে হবিগঞ্জ পৌরসভায় ভীড় করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। পৌর কর্মকর্তা-কর্মচারীরাও আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে মেয়রকে বরণ করে নেন।

প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় প্রায় আড়াই বছর কারাভোগের পর ৪ জানুয়ারি জামিনে মুক্তি পান জি কে গউছ। এরপর হাইকোর্টের নির্দেশে ২৩ মার্চ তিনি মেয়র পদে বহাল হন। পরে সুরঞ্জিত সেন গুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হলে ২ এপ্রিল আবারো তাকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর গউছের রিট আবেদনের প্রেক্ষিতে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।