ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

এবার সোনারগাঁ উপজে‍লা চেয়ারম্যানের বরখাস্তাদেশ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
এবার সোনারগাঁ উপজে‍লা চেয়ারম্যানের বরখাস্তাদেশ স্থগিত

ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বিচারপিত নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (০৬ এপ্রিল) এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।

নাশকতার এক মামলায় আজহারুলের  বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় গত ৮ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে। এর আগেও গত বছরের ১৬ ফেব্রুয়ারি অন্য এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের পর প্রথম দফায় সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রলায়। এরপর ওই বছরের ৩ মে হাইকোর্ট তার বরখাস্তের আদেশ স্থগিত করেছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
ইএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।