ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী, সম্পাদক লিটন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী, সম্পাদক লিটন

ঢাকা বিশ্ববিদ্যালয়: জিএম জিলানী শুভকে সভাপতি ও লিটন নন্দীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের  ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
 
সহ-সভাপতি সুমন সেন গুপ্ত, তুহিন কান্তি দাস, অনিক রায়, শেখ সাদ নুর অপি (ময়মনসিংহ বিভাগীয়), মেহেদী হাসান নোবেল (চট্টগ্রাম বিভাগীয়), প্রদীপ বর্মন (রংপুর বিভাগীয়), মো. রইসুজ্জামান (সিলেট বিভাগীয়)।

সাংগাঠনিক সম্পাদক হিসেবে রমেন চক্রবর্তী টিপুকে নির্বাচিত করা হয়েছে। নব নির্বাচিত কেন্দ্রীয় সংসদকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি লাকী আক্তার।
 
‘ছাত্র জনতা ঐক্য গড়, শিক্ষা সংস্কৃতি রক্ষা কর’ স্লোগান নিয়ে ২-৬ এপ্রিল অনুষ্ঠিত হয় ছাত্র ইউনিয়নের ৩৮তম জাতীয় সম্মেলন ও কাউন্সিল অধিবেশন। ২ এপ্রিল অনুষ্ঠিত হয় সম্মেলনের উদ্বোধনী সমাবেশ, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩ এপ্রিল হয় ‘নয়া উদারনীতির আগ্রাসনে শিক্ষা সংস্কৃতি’-শীর্ষক আন্তর্জাতিক সেমিনার।

একইদিন বিকেল থেকে শুরু হয় কাউন্সিল অধিবেশন। অধিবেশনে সাধারণ সম্পাদকের রিপোর্ট, রাজনৈতিক প্রস্তাব, শিক্ষা প্রস্তাব, পরিবেশ প্রস্তাব উত্থাপিত হয়। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন, লাকী আক্তার ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ।
 
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা , এপ্রিল ০৬, ২০১৭
এসকেবি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।