ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ভারত আমাদের বন্ধু, প্রতিরক্ষা চুক্তি কেন?

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
ভারত আমাদের বন্ধু, প্রতিরক্ষা চুক্তি কেন?

ঠাকুরগাঁও: প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান ভারত সফর প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত আমাদের বন্ধু প্র্র্রতিম দেশ। তাহলে এই প্রতিরক্ষা চুক্তি কেন? ভারত কি তবে আমাদের বা আমরা কি ভারতকে সন্দেহ করি? 

তিস্তা চুক্তি না হলে বাংলাদেশের মানুষ বাঁচবে না। এটি দুঃখের কথা।

আমরা পানিও পাব না, সীমান্তে হত্যাও বন্ধ হবে না, বাণিজ্য করতে গেলে করও কমাবে না। আমরা সব দেবো, কিন্তু কিছুই পাবো না?-প্রশ্ন ফখরুলের।  


পানির সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এদেশের মানুষ অন্য কোনো চুক্তি মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।


মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, মিথ্যা মামলার রায় দিয়ে এ সরকার বিএনপি নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে রাখতে চায়। আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপি নেত্রী খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে তাদেরও জনগণ নির্বাচন করতে দেবে।

শনিবার (৮ এপ্রিল) বেলা ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখুরী ডি-হাটে আয়োজিত দলের মৃত নেতাকর্মীদের স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।  এসময় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

এর আগে তিনি বিএনপির তিন নেতাকর্মীর কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।