ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রলীগ নেতার ২০ দিনের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
সিলেটে ছাত্রলীগ নেতার ২০ দিনের কারাদণ্ড

সিলেট: সিলেটে পরীক্ষার হলে জোরপূর্বক প্রবেশের চেষ্টা ও থানায় গিয়ে হট্টগোল করার অপরাধে শাহীন আলম নামে এক ছাত্রলীগ নেতাকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৮ এপ্রিল) দুপুর ১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ মোস্তফা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত শাহীন সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বাংলানিউজকে বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালে দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা কলেজে প্রবেশের চেষ্টা করেন শাহীন।

এ সময় তিনি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং নারী পুলিশের ওপর চড়াও হন। পরে দক্ষিণ সুরমা থানায় গিয়ে কর্তব্যরত পুলিশ কনস্টেবলের সঙ্গে বাকবিতণ্ডা করেন। এ সময় পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ বাংলানিউজকে বলেন, তিনি কলেজ অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহীনকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এনইউ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।