ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিয়ানীবাজারের স্বতন্ত্র মেয়র প্রার্থী তফজ্জুলকে শোকজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
বিয়ানীবাজারের স্বতন্ত্র মেয়র প্রার্থী তফজ্জুলকে শোকজ

সিলেট: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেটের বিয়ানীবাজার পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তফজ্জুল হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

জগ প্রতীক নিয়ে পৌর নির্বাচনে অংশগ্রহণ করেছেন এ স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী।

শনিবার (০৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় কারণ দর্শানোর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তা মনির হোসেন।

তিনি বাংলানিউজকে জানান, শুক্রবার (০৭ এপ্রিল) পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে দারুসসালাম জামে মসজিদে জুমার নামাজে খুৎবা পাঠের আগে বক্তৃতা করেন এবং পাঁচ হাজার টাকা অনুদান দেন এ স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী।

পরে এ বিষয়ে নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী আব্দুস শুকুর লিখিত অভিযোগ করলে তফজ্জুল হোসেনকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়।

রাত ৮টায় তফজ্জুল হোসেনের কাছে আচরণবিধি লঙ্ঘণের জবাব চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান মনির হোসেন।

এরআগে, গত ৪ এপ্রিল আচরণবিধি লঙ্ঘণের দায়ে নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী আব্দুস শুকুরকেও কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা চালানো ও স্থানীয় একটি দৈনিকে প্রকাশের ভিত্তিতে তাকে শোকজ করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

আগামী ২৫ এপ্রিল, বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।